গত ১৮ মার্চ নরসিংদীর আলোচিত অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন সুখায়ুর আয়োজনে ইফতারও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুখায়ুর চেয়ারম্যান ও মুক্তাদিন ডাইংএর এমডি আলহাজ্ব জাকির হোসেন ভুঁইয়া প্রতিষ্ঠিত ভগীরথপুর বেলাল (রাঃ) মসজিদে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুখায়ুর চেয়ারম্যান আলহাদ জাকির হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুখায়ুর সাধারণ সম্পাদন ফ,আ সাইদ হাসান কাজল, উক্ত ইফতার মাহফিল উপস্থিত ছিলেন সুখায়ুর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শরীফ হোসেন রতন ভুঁইয়া, হাজী মুহাম্মদ ভিপি মনির, আলহাজ্ব সফিউদ্দীন ভুইয়া, সহ সভপতি হাজী আনোয়ারহোসেন মোল্লা, সংগঠনের যুগ্ম সম্পাদক কামরুল আহসান তুহিন মেম্বার, যুগ্ন সম্পাদক মাহবুব আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক, ও মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, কোষাদক্ষ হাজী আবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার মাতবর আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমেদ বাচ্চু, সংগঠনের সদস্য, বোরহান উদ্দীন তালুকদার, আলহাজ্ব আনোয়ারুল আলম, হাজী মনির হোসেন, মোঃ মিজানুর রহমান, মুক্তাদীন হোসাইন, , এমদাদ হোসেন, মোঃ আল আমিন, জোনায়েদ হোসেন, ইমরান হোসেন, মাসুদ খান অপূর্ব, তাজুল ইসলাম, সরকার জাহাঙ্গীর আলম,আলম হোসেন বাদল,মোঃ মোস্তফা মিয়া, , মোজাম্মেল হক, সাহ আলম, আলমগীর সহ আরো অনেকে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গবার ১৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।