মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হতে যাচ্ছে আমেরিকার স্বর্ণযুগ।
খবর বিবিসির।
মঙ্গলবার ভোট শেষে গণনার সময়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি ভাষণমঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আমেরিকান নাগরিকদের জন্য এটি বিশাল এক জয়। এ জয় আমাদের আমেরিকাকে আবারো মহান করতে দেবে।
আনুষ্ঠানিকভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে না পারলেও ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেন।
ভাষণমঞ্চে ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, রানিংমেট জেডি ভ্যান্সসহ প্রচারকর্মীরা উপস্থিত ছিলেন।এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা পেয়েছেন ২১৯টি। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।