সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ক্যাম্পাসের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ক্যাম্পানের ভেতর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে আসেন। এরপর ফটকের অভ্যন্তরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অভ্যন্তরেই অবস্থান করছেন।
সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী সাফায়েত শফিক বলেন, আমরা কলেজ ক্লোজডাউন কর্মসূচি পালন করছি। কোনো ধরনের ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করছি না। তবে আমরা কোনো সড়ক অবরোধ করবো না।
তিনি আরো বলেন, সচিবালয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। যদি আমরা আশানুরূপ ফলাফল পাই, তাহলে আমাদের আর আন্দোলন হবে না। যদি আশানুরূপ ফলাফল না পাই, তাহলে আবার তিতুমীর ঐক্যের ব্যানারে আমরা কঠোর কর্মসূচিতে যাবো এবং সেটি আপনাদের (সাংবাদিক) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ঢাকা,মঙ্গলবার ১৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।