রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত প্রাডো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনার সময় গাড়িতে থাকা চালক ও মালিক দ্রুত নেমে পড়েন।পুলিশ বলছে, গাড়ির কোনো ত্রুটি থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি চলন্ত প্রাডোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সময় গাড়িতে থাকা চালক ও মালিক দ্রুত নেমে পড়েন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাডোতে কোনো ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে হাতিরঝিল এলাকায় দুটি ইউনিট পাঠানো হয়। সেখানে একটি প্রাডোতে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
তবে আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঢাকা,মঙ্গলবার,০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।