মাগুরায় সেই শিশুকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। জেলা শহরের নান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এশার নামাজের পর জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা পৌর এলাকায় ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে মাগুরা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়ে নতুন বাজার ব্রিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়েন। বিক্ষুব্ধদের দাবি একটাই, হিট্ট শেখের উপযুক্ত শাস্তি।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, গেল কয়েক সপ্তাহ ধরেই মাগুরা জেলায় চরম উত্তেজনা চলছে। বৃহস্পতিবার বিকালে শিশুটির মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়েন।
শিশুটির জানাজার পরপরই উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে যেয়ে অগ্নিসংযোগ করেন। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ¦লছিল।
মাগুরা,বৃহস্পতিবার ১৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।