পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রি হচ্ছে এক টাকায় ইফতার। আইটেম হিসেবে রয়েছে খেজুর, বুড, মুড়ি,পিয়াজু, চপ, বেগুনী ও জিলাপী। আর নামমাত্র দামে ইফতার কিনতে পেরে খুশি রোজাদার দরিদ্র ও নিন্ম আয়ের মানুষ। আমরা কলাপাড়াবাসীর নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এমন ব্যতিক্রমি আয়োজন করে। এতে যুক্ত রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী। তাদের জমানো টাকা দিয়ে রমজানে প্রথম দিন থেকে ১ টাকায় ইফতার বিক্রির বাজার চালু করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এদিকে ১ টাকার ইফতার বাজারে ইফতার ক্রয় করতে ৫ টার পরই সমাগম হতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ। যারা অধিকাংশই নিন্মআয়ের। রিকশা,অটোরিকশাচালক থেকে ভিক্ষুক, প্রতিবন্ধী ও এতিমদের কাছে ১ টাকা মূল্যে এ ইফতার বিক্রি করা হয়। আবার যাদের কাছে টাকা নেই তাদের দেওয়া হয় এ ইফতার। রবিবার বিকালে পৌর শহরের নতুন বাজার এলাকায় এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। তিনি এ ধরনের মানবসেবামূলক কর্মকান্ডে সবার এগিয়ে আসা উচিত।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, রমজান জুড়ে ছয় হাজার দরিদ্র মানুষের কাছে তারা এভাবে ইফতার বিক্রি করবেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ০৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।