রাজধানীর বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বনশ্রী এ ব্লকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুক্রবার (১৪ মার্চ) ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত দেলোয়ার হোসেন সৌরভ (৩১) তার বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন। স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে নন্দিপাড়ায় থাকতেন তিনি।নিহতের মামাতো ভাই মো. ইমরান জানান, সৌরভ একটি ওভারসিজ কোম্পানিতে চাকরি করেন। রাতে কোনো ক্লায়েন্টকে বাইকে করে নামিয়ে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে ঢোকার মুখেই একটি গাড়ি তাকে ধাক্কা দেয়৷ এতে গুরুতর আহত হন সৌরভ।
যতটুকু জানা গেছে, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়েছে বলেও জানান ইমরান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা,শুক্রবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।