আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন এ রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে। ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে ব্যাপক প্রস্তুতি।
সকাল ১০টায় সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের গেটের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে সড়কের ওপর চলছে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ, যা প্রায় শেষের দিকে। মঞ্চ তৈরির যতটুকু কাজ বাকি সেটিও সেরে নিচ্ছেন নির্মাণকারীরা।নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে শুরু করেছেন। আয়োজকদের ধারণা প্রায় ২-৩ লাখ মানুষের সমাগম হবে আজকের এ অনুষ্ঠানে।এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো।
তিনি বলেন, আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব ধর্ম-বর্ণ-লিঙ্গের মানুষ অংশগ্রহণ করবেন।
ঢাকা,শুক্রবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।