প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে গত মঙ্গলবার (৫ নভেম্বর) একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ওই সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে বাংলাদেশের ‘সাবেক প্রধানমন্ত্রী’ নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে ভারত। প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেছেন, ‘আমরা আগেই বলেছি যে, শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’ছাত্র-জনতার গ-ণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গণভবন ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন বলে জানিয়েছে নয়াদিল্লি।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ০৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।