ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।
প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারের মাঝে ৫ লাখ টাকার চেক তুলে দেয়ার কথা রয়েছে। অর্থিক সহায়তার পাশাপাশি শহীদ পরিবারের জন্য সাইকোলজিকাল কাউন্সিলিং ও চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে।
এর আগে, শুক্রবার সংবাদ সম্মেলনে এই সহায়তা কর্মসূচি ঘোষণা করেন সারজিস আলম। শহীদ পরিবারকে ৫ লাখ ও আহতদের মাঝে ১ লাখ টাকা করে সরা দেশের শহীদ পরিবার ও আহতদের মাঝে সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।আজ ঢাকা বিভাগ নিয়ে কার্যক্রম চলবে। প্রতিটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতরা পাচ্ছেন এক লাখ টাকা করে।
এ বিষয়ে শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এ সমন্বয়ক জানান, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার থেকে। সঙ্গে কী কী আনতে হবে তাও জানান তিনি।
ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার।
সঙ্গে যা নিয়ে আসতে হবে তা হলো :
১.শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি
২.ডেথ সার্টিফিকেট
৩. নমিনি (যার নামে অ্যাকাউন্ট তার) এনআইডি কার্ড
৪. বাবা মায়ের এনআইডি কার্ড (শহীদ ভাইয়ের স্ত্রী নমিনি হলে সাথে শহিদ ভাইয়ের বাবা/ মাকে নিয়ে আসতে হবে।
এর আগে সারজিস আলম জানিয়েছিলেন , শনিবার ২০০ পরিবারের মাঝে সহায়তা দেওয়া হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে আর্থিক সহায়তা পাবেন ৫০টি পরিবার। যেন কেউ এসে বিকেল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।
ঢাকা,শনিবার ০২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।