ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলা-মামলার ঘটনায় অভিযুক্ত সঞ্জয় পাল নামে এক শিক্ষার্থীকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জয় পাল গাইবান্ধা জেলা সদরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।
ঢাকার ওয়ারলেস রেল গেট এলাকার একটি ভাড়া বাসায় থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করেন সঞ্জয়।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে একটি বাসে করে ভোর রাতে গাইবান্ধায় আসেন জয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জয়কে সদর থানায় রাখা হয়েছে। ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে জয়কে নিয়ে যাবে। গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
ঢাকা,সোমবার ০২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।