শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের ফতুল্লা বিসিক স্টেশনের সিনিয়র স্টেসন অফিসার সুমন মিয়া বলেন, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমরা ট্রাকে আগুন দেয়ার খবর পাই। তাৎক্ষণিক দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিন, সামনের অংশ পেছনের কিছু অংশ আগুনে পুড়ে যায়। তবে ভেতরে চালক ও হেলপার থাকলেও তাদের কেউ হতাহত হয় নি।
ঢাকা,শুক্রবার ০৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।