সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হবে। হারামাইনের এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শাওয়াল মাসের চাঁদ দেখতে দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।
সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটিতে রমজান মাস ২৯ দিনের হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।