তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এটি অন্তর্বর্তী সরকারের সময় প্রথম ডিসি সম্মেলন।
সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ৬৪ জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতি প্রতিরোধ, জনবান্ধব প্রশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভূমিসেবাসহ হয়রানিমুক্ত সেবাখাত প্রতিষ্ঠাসহ ৩৫৪টি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে তিনদিনের এ সম্মেলনের ৩৪টি কার্য-অধিবেশনে। কার্য-অধিবেশনগুলো সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে।
ঢাকা,রোববার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।