রাজধানীর লিংক রোডে সিএনজি চালকদের অবরোধের কারণে দুর্ভোগে পড়েছে অফিস গামী যাত্রীরা। রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। সড়কের দুপাশের চঞ্চল আচল বন্ধ হয়ে যায়। সারা জমিনে দেখা যায় রামপুরা মেয়ে রুল বাড্ডা বাড্ডা লিংক রোড ও গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অফিস গামী যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে অফিসের দিকে ছুটে চলেন। মিটারে না চালালে জরিমানাসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান সিএনজি চালকরা।
ঢাকা, রোববার ১৬ ফেব্রুয়ারি এইচভি নিউজ টোয়েন্টিফোর ডটকম।