পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে।আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নির্বাপণের কাজ করছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার ফাইটাররা। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা,শনিবার ১৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।