টঙ্গীর ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে আদালতে নেয়া হয়। পরে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ঢাকা,রোববার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।