ধর্মবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। একইসঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই।
আগামী মৌসুমের হজের জন্য গত ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় ছিল। এবার সেই নিবন্ধনের সময় বাড়ল।
ঢাকা,মঙ্গলবার ১৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।