মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।
সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
পুরো এলাকা জুড়ে পুলিশ, র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), এপিবিএন, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা যায়, মৎস্যভবন সংলগ্ন হাইকোর্টের গেটে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেখানে সেনাবাহিনীর একটি সাজোয়া যান রয়েছে। হাইকোর্টের মাঝখানে মূল গেটে সেনাবাহিনীর সদস্যদের দুটি সাজোয়া যান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন মাজার গেটে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা রয়েছেন। সেখানে ডিএমপির একটি সাজোয়া যান এবং সেনাবাহিনীর একটি সাজোয়া যান দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে পুলিশ এপিবিএন সদস্যদের পাশাপাশি র্যাবের সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
সকাল থেকে হাইকোর্টের মাজার গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করছে পুলিশ। কারো সঙ্গে ব্যাগ থাকলে সেটি খুলে পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ঢাকা,সোমবার ১৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।





















