রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে দুইটি এক্সকাভেটর নিয়ে যাওয়া বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী, পুলিশসহ নিরাপত্তা বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে দুটি ট্রাকে করে এক্সকাভেটর দুটি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আনা হয়। তবে তারা কোনো সংগঠনের বা দলের কিনা সেটি জানা যায়নি। পরে ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে এক্সকাভেটর প্রবেশে বাধা দেয় পুলিশ। তখন এক্সকাভেটর দুটি পাশের মেট্রো শপিং মলের সামনে রাখা হয়।
এরপর থেকে বিক্ষুব্ধরা ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়।
তখন লাঠিপেটা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের লক্ষ্য করে থেমে থেমে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
এর অগে ঘটনাস্থলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম উত্তেজিত ছাত্র-জনতাকে বোঝানোর চেষ্টা করেন। তখন ছাত্র-জনতার পক্ষ থেকে মাইকে বলতে শোনা যায়, প্রশাসন ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা দেওয়ার জন্য নয়, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য।
ঢাকা,সোমবার ১৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।





















