মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।তিনি জানান, আদালতের অনুমতিসাপেক্ষে রায়ের অংশটুকু বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, তারাও এটি সরাসরি সম্প্রচার করতে পারবে।
আগামী সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হাসিনা ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ঢাকা,রোববার ১৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।





















