আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির একটি মামলায় আদালতের আদেশ অনুযায়ী (ওয়ারেন্ট) হাতিরঝিল থানা পুলিশ তাকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে নেওয়া হয়েছে।
রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এর আগে। জামিনের শর্ত ভঙ্গ করায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
ঢাকা,শনিবার ১৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।





















