বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওই দিন প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
ঢাকা,বৃহস্পতিবার,০৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।