জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ভিড় করেন নির্দিষ্ট সময়ের অনেক আগেই৷
সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদের নামাজ৷ এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা৷ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন৷নামাজ শেষে মোনাজাতের আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এ সময়ে প্রধান উপদেষ্টা দেশবাসীসহ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে, খুব সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ইসলামি বয়ান চলছিল।
ঢাকা,সোমবার,৩১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।