সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।দক্ষিণাঞ্চলের চাঁদপুর, ফেনী, বরিশাল, লক্ষ্মীপুরসহ দেশের আরও কয়েকটি অঞ্চলে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ এবং জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আজ ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। এই জামাতে ঈমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।
এরপর দ্বিতীয় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
ফেনী: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর তিনটি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) সকালে পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের পৃথক দুইটি পাড়া ও পরশুরাম পৌরসভার কোলাপাড়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা।
ভোলা: ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।
সুরেশ্বর দরবারের পীরের অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এ ঈদ উদযাপন করে আসছেন।
বাগেরহাট: বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারের বাসিন্দারা আজ ঈদুল ফিতর উদযাপন করছে। রোববার সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে এই ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জের ১০টি গ্রাম ও রায়পুরের একটি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আগাম ঈদুল ফিতর উদযাপন করছে।
টুয়াখালী: বিশ্বের যেকোনো জায়গায় চাঁদ দেখার সঙ্গে সামঞ্জস্য রেখে পটুয়াখালীর অন্তত ৩০টি ঈদগাহ ও মসজিদে আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এতে প্রায় ৬ হাজার মুসল্লি সরাসরি নামাজে অংশগ্রহণ এবং ২৫ হাজার মানুষ অগ্রীম ঈদ উদযাপন করেছেন।
রোববার সকাল ৯টায় জেলার বদরপুর দরবার শরীফের শাহ সাইয়েদ আরিফ বিল্লাহ ও কলাপাড়া নিশান বাড়িয়া শাহ সুফি জাহাগিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ময়দানে হাফেজ এমদাদ আলীর ইমামতিতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জেলার সদর, কলাপাড়া ৬, বাউফলে ১১ ও রাঙ্গাবালী ৭, দুমকি ৩, গলাচিপায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সকাল সাড়ে ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন।
সাতক্ষীরা: সাতক্ষীরার অন্তত ২০টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাববুর রহমান।
এছাড়া সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীসহ আরও তিনটি উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ গ্রামের প্রায় চার শতাধিক মুসল্লি ঈদ উদযাপন করেছে। জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায়, সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি এলাকার চার শতাধিক পরিবারের সদস্যরা এ ঈদ পালন করেন। এ সময় নারীরাও পর্দার আড়ালে থেকে ঈদের নামাজ আদায় করেন।
ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীর ১০ গ্রামের মানুষ পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর উদযাপন করছে। এছাড়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা, ইছাপাশাসহ কিছু মানুষ একইসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
গাইবান্ধা: প্রতি বছরের মত এবারো সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা।
দিনাজপুর: দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জেলার বেশ কয়েকটি গ্রামের মুসল্লিরা।
রোববার সকাল ৭টায় দিনাজপুর চারুবাবুর মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
নোয়াখালী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নোয়াখালীর চারটি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।
চাঁদপুর,রোববার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।