নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অসহায় দরিদ্র ও অসচ্ছ্বল পরিবারেরকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৭ জন গরীব রিক্সা চালককে বিনামূল্যে রিক্সা
বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুর একটার দিকে ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস লিঃ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাথরপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে রিক্সা বিতরণ করা
হয় । পাশাপাশি প্রায় তিন শত গরীবদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাদার্স ডাইং এর পরিচালক এমদাদুল হক ও ব্রাদার্স ডাইং এর ব্যাবস্হাপনা পরিচালক আলহাজ্ব মোতালিব হোসাইন।
ব্রাদার্স ডাইং এর পরিচালক এমদাদুল হক বলেন, আমরা আমাদের সাধ্যমত ‘সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা আজ ৭ জন অস্বচ্ছ্বলদেরকে রিক্সা বিতরণ ও দুইটা রিক্সার মাঝে নতুন ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়। আমরা আশা করি এই অটো রিক্সা যারা আজকে পেয়েছে তারা রিক্সা চালিয়ে এসব পরিবার স্বাবলম্বী হবে। তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে’।আজ জন কে ঘর মেরামতের ২০ হাজার করে এবং কয়েক জনে কে চিকিৎসার জন্য ১০ হাজার করে টাকা দান করেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,রোববার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।