মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ মার্চ) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে বিবিসি বার্মিজ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। জান্তাপ্রধান ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছেন।
মিন অং হ্লাইং জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ জন এবং সাগায় ১৮ জন মারা গেছেন।
নেপিডো থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে সেখানে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে। ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।