নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অপহরণ ও ধর্ষন মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ দেখেও দেখছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী। তবে পুলিশ তার এ দাবি নাচক করে বলেছেন আসামী পলাতক রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে কিশোরগঞ্জ উপজেরার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গামের তুহিন ইসলাম এবং সেলিনা দম্পত্তির মেয়ে নবম শ্রেনীর ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষন করে একই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আরিফুল ইসলাম (২২)। এ ঘটনায় ধর্ষিতার মা সেলিনা বেগম বাদী হয়ে আরিফুলসহ কয়েকজনকে আসামী করে গত বছরের ৪ মার্চ নারী ও শিশু ট্রাইবুনালে একটি অপরহণ ও ধর্ষন মামলা দায়ের করে। যার মামলা নং-৩২/২০২৪। পুলিশ মামলা তদন্ত করে প্রাথমিক সত্যতার প্রতিবেদন ট্রাইবুনালে প্রেরণ করে। ট্রাইবুনালের বিচারক আসামীদের বিরুদ্ধে গত দুই মাস আগে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বাদী সেলিনা বেগম অভিযোগ করে বলেন, আসামীগণ আমার ফেসবুক ম্যাসেঞ্জারে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে না নিলে রাতে আসার ঘরে আগুন দিয়ে আমাকে পুড়িয়ে মারবে। আমি পুলিশকে সব জানিয়েছি কিন্তু পুলিশ আসামীকে গ্রেফতার করতে কোন ব্যবস্থা নিচ্ছে না। দুই মাস ধরে ঘরে ঘুমাতে পারছিনা।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান আসামীকে ধরার সব ধরনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে আশা করি খুব তারাতারি গ্রেফতার করতে পারবো।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,শনিবার ২২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।