পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এরমধ্যে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা সেরা পারফরম্যান্স করেছে। ফলাফল পর্যালোচনায় বাংলাদেশের ৬৯৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। যার মধ্যে কলাপাড়া উপজেলায় ১০ জন পিএস লাভ করে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো.নূরুল হক বলেন, এই সকল কৃতি শিক্ষার্থীদের পিএস মূল্যায়নের প্রস্তুতিতে কঠোর অনুশীলন করা হয়েছে।
উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে ১০ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলা স্কাউটস এর উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।