যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যেই নৃশংস গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। বিশ্বের মুসলিম নেতারা এভাবে চুপ থাকলে ইসরায়েলি আগ্রাসন কখনোই বন্ধ হবে না। তারা মুসলিম হত্যাযজ্ঞ চালিয়েই যাবে।
গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানী বাড্ডায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যবাড্ডা প্রগতি স্বণনী রোডে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিলম্বে হামলা বন্ধ করা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান জামায়াত নেতারা।নৃশংস গণহত্যার দায়ে ইসরাইলি পণ্য বয়কট, রাষ্ট্রকে নিষিদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আইনে নেতানিয়াহুর বিচারের দাবি জানান বক্তারা। এছাড়া ওআইসির মাধ্যমে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানেরও দাবি জানান তারা।
ঢাকা,বৃহস্পতিবার ২০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।