রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা বর্তমানে থানায় রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- রুপা ও নাজিম। রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
হত্যার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো শুরু হয়। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।এর আগে, সোমবার উত্তরখানের ফ্ল্যাটে উপাধ্যক্ষকে কোপানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান,
এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে নিহত সাইফুর রহমানের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি দায়ের করেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে উত্তরখান থানা পুলিশ।
ঢাকা,মঙ্গলবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।