মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সকল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দৈত বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলে হাইকোর্ট।এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন।
তিনি জানান, আদালত নিজ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দিয়ে বললেন যে, এ আট বছরের বাচ্চার ছবি কেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে। এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের লঙ্ঘন। কারণ রেপ ভিকটিমের নাম ও ছবি কোথাও প্রকাশ করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মাধ্যমে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন। দুপুরের মধ্যে নাম ও ছবি যেন রিমুভ করে দেওয়া হয়। দুপুরের মধ্যে নাম ও ছবি রিমুভ না করলে যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।
তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। আদালত এ বিষয়ে আজকেই আদেশ দেবেন বলে জানান আইনজীবী।
ঢাকা,রোববার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।