নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চরম অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য সেবা। জনবল সংকট, লাইন ধরে ডাক্তার দেখানোর দীর্ঘ অপেক্ষা, চিকিৎসাপত্র নিয়ে ওষুধ কোম্পানীর লোকজনের টানাটানি স্বেচ্ছাসেবিদের দূর্ব্যবহার সবমিলে সেবা নিতে আসা রোগিদের ভোগান্তির যেন শেষ নেই।
উপজেলায় সাড়ে ৩ লাখ মানুষের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল সংকটের কারনে ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে পারছে না কর্র্তৃপক্ষ। ফলে পুরাতন ভবনেই চিকিৎসা সেবা চালিয়ে যেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট পদ ১০টি থাকলেও কর্মরত রয়েছে মাত্র ৪জন, সহকারী সার্জন ৫টি পদের স্থলে আছেন ২জন, মেডিকেল অফিসার পদে ২টির স্থলে আছেন
১ জন। মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজিষ্ট) মেডিকেল টেকনোলজিষ্ট
(ফিজিওথেরাপি) হেল্ধসঢ়;থ এডুকেটর, পরিসংখ্যানবিদ, কম্পিউটার পদগুলো শুন্য রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিরত রোগিরা জানায়, হাসপাতালের টয়লেটগুলো এত নোংরা যে, ব্যবহার করার মত নয়, শোয়ার, বেডশীট গুলো দেখলে মনে হয় কোন ময়লার ভাগার থেকে তুলে এনে বেডে বিছানো হয়েছে। আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসা রোগি জামিলা বেগম (৬৫), রেনু বেগম (৪৫), ফেরদৌস আলম (৩৫),ছামিনা বেগম (৩৫), জামিয়ার রহমান (৪০) জানায় দীর্ঘ লাইনের শৃঙ্খলা বজায় রাখার নামে স্বেচ্ছাসেবি শুধা রানী আমাদের সাথে দূর্ব্যবহার করে। এধরনের অভিযোগ হাসপাতালের কর্তৃপক্ষকে দিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। জামিলা বেগম (৬৫) বলেন আমি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছি ৩ ঘন্টা ধরে লাইনে দাড়িয়ে আছি সাড়ে ১১ টা পর্যন্ত ডাক্তার আসেননি। স্বেচ্ছাসেবি শুধা রানী সবসময় খারাপ ব্যবহার করেন। রেনু বেগম বলেন, আমি জ¦র নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে আছি কিন্তু ডাক্তারের দেখা নেই।
ডাক্তারের চেম্বারে গিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হবে। এরকম বিস্তর
ভোগান্তির কথা বলেন রোগিরা। ফেরদৌস আলম বলেন, নানা ভোগান্তির পর ডাক্তার দেখিয়ে বাইরে এলে শুরু হয় ওষুধ কোম্পানির লোকজনের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীল রতন দেবের সাথে কথা বললে তিনি বলেন হাসপাতালে লোকবলের সংকট রয়েছে এ কারণে রোগিদের হয়ত একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যান্য সমস্যাগুলোর জন্য আজকে সবাইকে নিয়ে আলোচনা করবো। দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,রোববার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।