বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও
সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন- মাফিয়াতন্ত্র থেকে দেশ উদ্ধার হলেও ঘড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার এমন কোন চেষ্টা নেই করেনি। মামলা নির্যাতন করে জিয়া পরিবারকে শেষ করার চেষ্টা করেছে। দেশ নায়ক তারেক জিয়ার কমর ও মেরুদন্ডের হাড় ভেঙ্গে দিয়ে জীবন নাশের চেষ্টাও করেছে। কিন্তু কোন লাভ হয়নি। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন সংস্কারের নামে নির্বাচন পিছানোর ঘড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে এ সংস্কারগুলোর কথা আমাদের দেশ নায়ক তারেক জিয়া তিন চার বছর আগ থেকে বলে আসছে। তিনি আরও বলেন- যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম আরও বলেন- ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যাতন করে তৃণমূল বিএনপিকে ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে। কিন্তু তৃণমূল বিএনপি ভেঙ্গে পড়ার চেয়ে আরও শক্তিশালী হয়ে রুপ নিয়েছে। আমাদের জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাভোগসহ অমানুষিক নির্যাতন করা হলেও আমাদের দেশনেত্রী দেশে থেকেই ফ্যাসিস্ট সরকারের মোকাবিলা করেছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে। তিনি বলেন- আমরা জনগণের সাথে আছি, থাকবো এবং আজীবন থাকতে চাই। আমার কিশোরগঞ্জ সৈয়দপুর উন্নয়ন বঞ্চিত হয়েছে তাই আগামীতে এ এলাকাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে চাই। কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় ইফতার ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,শুক্রবার ০৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।