বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। জুলাই বিপ্লব দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চিয়তামুক্ত ভবিষ্যত চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, জাপান, চীন, রাশিয়া, সৌদি আরব, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, নেপাল, দক্ষিণ কোরিয়া, ইরাক, স্পেন, জার্মান, ফ্রান্স, তুরস্ক, কসোভো, কানাডা, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।এসময় আরও ছিলেন ইউএনডিপি, বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন দেশের নানা অঙ্গনের বিশিষ্টজনরা।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পথে গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিলে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, আজ সন্ধ্যায় আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আজ আমরা যখন এই পবিত্র রমজান মাসে, করুণা ও শান্তির মাসে, মিলিত হচ্ছি, তখন আমি আপনাদের সব বন্ধুত্বপূর্ণ দেশ এবং তাদের নাগরিকদের তাদের সমৃদ্ধি ও কল্যাণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বিএনপির মহাসচিব আরও বলেন, রমজান আমাদের ধৈর্য, ত্যাগ এবং ন্যায়বিচারের নীতিগুলোর কথা মনে করিয়ে দেয়—যা প্রতিটি জাতির মূলে রয়েছে। বাংলাদেশ থেকে ফিলিস্তিন পর্যন্ত, রমজানের আশীর্বাদ বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক। আজ, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের স্বাধীনভাবে শ্বাস নেওয়ার এবং একসঙ্গে বসার সুযোগ দিয়েছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। যারা স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং বিভিন্ন ধরনের আঘাত সহ্য করেছেন তাদের প্রতি আমি আমার পরম সমবেদনা জানাই।
ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।