পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
খবর আল জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে। এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন।
হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।
পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।