২০১৪ ও ২০১৮ সালের দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।
এর আগে ২০১৮ সালে নির্বাচনে কাজ করা ৪৫ সাবেক জেলা প্রশাসককে ওএসডি করা হয়।
এদিকে গত বছরের জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে
এ ছাড়া জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারে বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।