রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় অপর বাইকে থাকা স্ত্রীর সামনে স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।
আটক দুই যুবক হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে হামলাকারীদের উদ্দেশ্যে হাতজোড় করে তাকে বাঁচানোর চেষ্টা করছেন ওই নারী।
সোমবার (১৭ ফেরুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে চারজন যুবক নিয়ন্ত্রণ বিহীনভাবে দুটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে রিকশাচালকের সঙ্গে দুই যুবকদের কথা কাটাকাটি হয়। এর প্রতিবাদ করে অপর মোটরসাইকেলে থাকা দম্পতি। একপর্যায়ে ওই দম্পতির সঙ্গে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবকেরও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চার যুবকের সংবাদে আরও কয়েকজন যুবক ঘটনাস্থলে এসেই রামদা দিয়ে কোপাতে থাকেন ওই নারীর স্বামীকে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।তিনি আরও জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।