বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা সমাবেশ ২০২৫ শিশু একাডেমিতে ১৬ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ এর উপ মহা পরিচালক মোঃ আশরাফুল আলম (বিএএমএস)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সদস্য সংখ্যা ৬২ লক্ষ। সর্ববৃহৎ একটি বাহিনী। আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আনসার ভিডিপি ক্লাবকে পূনরায় পুনর্জীবিত করছি। গ্রাম প্রশিক্ষণের মূল মন্ত্র নিজেকে প্রশিক্ষিত করা। আনসার ও ভিডিপি ক্লাবের মাধ্যমে উদ্দোক্তা হলে নিজে ও পরিবারকে স্বাবলম্বী করা যাবে। আর্থ সামাজিক উন্নয়নে নরসিংদী জেলা চমৎকার একটি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক গাজীপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান,
জেলা মৎস কর্মকর্তা ফয়সাল আযম, নরসিংদী এনএসআই যুগ্ম পরিচালক মোঃ শাহ আলম, আনসার, ভিডিপি নরসিংদী এ্যাডজুটেন্ট মোঃ আমির হামজা, নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমুখ।
নরসিংদী জেলার ৬ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ৩শত দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে সমাবেশে উল্লেখযোগ্য ও সমাজ উন্নয়নে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ১৩ টি বাইসাইকেল, ২৭ টি ছাতা ও বিভিন্ন ধরনের ৪২টি গিফট প্রদান করা হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,রোববার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।