সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। মাহমুদুর রহমানের পক্ষে করা আপিল মঞ্জুর করে সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় দেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এরপর সাজা বাতিল চেয়ে গত ৩ অক্টোবর তিনি মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। ওইদিন তার পক্ষে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন।
আজ সে আপিলের চূড়ান্ত রায়ে মাহমুদুর রহমানকে খালাস দেন আদালত। শুনানিকালে তিনি আদালতে হাজির ছিলেন।
ঢাকা,সোমবার ১০ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।