পটুয়াখালীর কলাপাড়ায় ১২০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক’র উদ্যোগ ও অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় বাদুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ব্যাগ বিতরন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.মিজানুর রহমান। বক্তব্য রাখেন বাদুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মামানৈ, পিটিএ সভাপতি তপন চন্দ্র সুকুল, কোডেক্র এরিয়া ম্যানেজার মো. ঈসমাইল শেখ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেক কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো.এনামুল হক। বছরের শুরুতে নতুন ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক আনন্দিত ও উৎসাহিত হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ২১ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।