জমকালো আতশবাজি। বর্ণিল আলোকচ্ছটায় রঙিন আকাশ। চোখ ধাঁধানো আয়োজনে স্বাগত জানাল হলো খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সালকে।ঘড়ির কাটায় রাত বারোটা বাজতেই আতশবাজির আলোয় উজ্বল হয়ে ওঠে ঢাকার আকাশ। সোনালী রঙের স্রোত থেকে চোখ সরানো দায়। মধ্যরাতে আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় সহর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় আতশবাজি, পটকা ফোটানো। পাশাপাশি শহরজুড়ে আকাশে উড়তে গেছে রঙ বেরংয়ের ফানুস।
পুরাতন সব গ্লানিকে বিদায় করে নতুন বছর নতুন প্রত্যাশায় স্বাগত জানায় ঢাকাবাসী।
ঢাকা,বুধবার ০১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।