আমদিয়া ইউনিয়নের খেজুর তলা ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠিত,, মেহেদী হাসান সভাপতি, হাজী ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত
,আজ ২২ ডিসেম্বর নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিযা, হাটখোলা ও চানগাও গ্রামের আট সমাজের জনসাধারণের প্রতিষ্ঠিত খেজুর তলা ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠন করা হয় সকল সমাজের জনসাধারণের উপস্থিতিতে।।
সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় আখালিয়া উত্তরপাড়া ,কেন্দ্রীয় জামে মসজিদের সিনিঃ সহ-সভাপতি ও জনগনের নেতা আমদিয়া ইউনিয়নের ভবিষ্যৎ কর্নদার মোঃ ইএম মেহেদী হাসান কে,, আর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় নরসিংদী জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা বেলাটী দারুল ওহী ইন্টারন্যাশনাল ক্যাটেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর হাজী মোঃ ইমাম হোসেন কে সিনিঃ সহ সভাপতি নির্বাচিত হন হাজী মোঃ আমির হামজা,সহ সভাপতি যথাক্রমে মোঃ আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শামসুজ্জামান, মোঃ আবদুল্লাহ রাজিব, সাইফুল ইসলাম,এস,এম সোহেল রানা, মোঃ সাহীন খান কোষাদক্ষ মোঃ মজিবুর রহমান সহ কোষাধ্যক্ষ মোঃ মিরজুল হক, দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুব হোসাইন মোট ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,রোববার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।