টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাবলিগ জামাতের সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের অনুসারীদের মামলায় উত্তরার নিজ বাসা থেকে আমাদের সাথী মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আমরা মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি। তারা আমাদের ওপর একটি বড় চক্রান্ত করছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করা নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। অনেকে আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলায় মুয়াজ বিন নূরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।