ভারতের কিংবদন্তি বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাকির হোসেনের বন্ধু বাঁশিবাদক ও সংগীতজ্ঞ রাকেশ চৌরাসিয়া। ৭৩ বছর বয়সী এই সংগীতশিল্পী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দুই সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
জাকিরের ঘনিষ্ঠজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির। তার বাবা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি।
২০২৪ সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে ছিলেন জাকির।
জাকির তবলায় সঙ্গ দিয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালদের।
বিনোদন ডেস্ক,রোববার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।