যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট বাংলাদেশের

Spread the love

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি ভারত। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে এই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে হেরেছে ভারত।

শুরুতে ব্যাট করতে নেমে ৬৬ রানে প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন কালাম সিদ্দিকী। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বল খেলে ২০ রান করে চেতন শর্মার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এর বাইরে ২৮ বলে ১৬ রান করে আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর বাংলাদেশের হাল ধরেন শিহাব জেমস ও রিজান হোসেন। দুজনের ৬২ রানের জুটি ভাঙে শিহাব জেমস আয়ুশ মোহাত্রের বলে ক্যাচ দিয়ে ফিরলে। হাফ সেঞ্চুরির আগে আউট হন রিজান হোসেনও। ৬৫ বলে ৪৭ রান করে হার্দিক রাজের বলে বোল্ড হয়ে যান তিনি।

পরের ব্যাটারদের মধ্যে কেবল ফরিদ হোসেন রান করেন। ৪৯ বলে ৩৯ রান করে চেতন শর্মার বলে এলবিডব্লিউ হন তিনি। ভারতের হয়ে দুই উইকেট করে নেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় ভারতও। ৪৪ রানে তিন উইকেট হারায় তারা। ৮ বলে ১ রান করা ওপেনার আয়ুশ মহাত্রেকে আউট করে আল ফাহাদ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শিকার হন মারুফ মৃধার, ৭ বলে ৯ রান করেন তিনি।

তিনে নামা আন্দ্রে সিদ্ধার্থ ৩৫ বলে ২০ রান করে বোল্ড হন রিজান হোসেনের ওভারে। এরপর ছোট একটা জুটি গড়ে তোলেন কেপি কার্তিকেয়া ও মোহাম্মদ আমান। তাদের ২৯ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। দুই ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

প্রথমে কেপি কার্তিকেয়া তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৩ বলে ২১ রান করে। দুই বল পর নিখিল কুমারও আউট হন একইভাবে। পরের ওভারে এসে ৬ বলে ৬ রান করা হারভানাস সিংকে আউট করেন ইমন।

ফের দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলের জন্য সহায় ছিলেন অধিনায়ক আমান। তবে ৬৫ বলে ২৬ রান করে আজিজুল হাকিমের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ভারতের হার ছিল স্রেফ সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন ইমন।
ক্রীড়া ডেস্ক,রোববার ৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ



» আমদিয়া ইউনিয়নের খেজুর তলা ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠিত

» রাজধানীর বাড্ডা আফতাব নগর এলাকা থেকে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

» ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

» মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

» ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ

» বন্ধ করে দেওয়ার জাতীয় দৈনিক ‘আমার দেশ’ প্রায় এক দশক পর আবার প্রকাশিত হয়েছে

» জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

» ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান। দুই-তিন দিনের মধ্যে অভিযান শুরু

» জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান ঢাকায় রাতে জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন

» এ এফ হাসান আরিফের নামাজে জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)

বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট বাংলাদেশের

Spread the love

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি ভারত। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে এই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে হেরেছে ভারত।

শুরুতে ব্যাট করতে নেমে ৬৬ রানে প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন কালাম সিদ্দিকী। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বল খেলে ২০ রান করে চেতন শর্মার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এর বাইরে ২৮ বলে ১৬ রান করে আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর বাংলাদেশের হাল ধরেন শিহাব জেমস ও রিজান হোসেন। দুজনের ৬২ রানের জুটি ভাঙে শিহাব জেমস আয়ুশ মোহাত্রের বলে ক্যাচ দিয়ে ফিরলে। হাফ সেঞ্চুরির আগে আউট হন রিজান হোসেনও। ৬৫ বলে ৪৭ রান করে হার্দিক রাজের বলে বোল্ড হয়ে যান তিনি।

পরের ব্যাটারদের মধ্যে কেবল ফরিদ হোসেন রান করেন। ৪৯ বলে ৩৯ রান করে চেতন শর্মার বলে এলবিডব্লিউ হন তিনি। ভারতের হয়ে দুই উইকেট করে নেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় ভারতও। ৪৪ রানে তিন উইকেট হারায় তারা। ৮ বলে ১ রান করা ওপেনার আয়ুশ মহাত্রেকে আউট করে আল ফাহাদ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শিকার হন মারুফ মৃধার, ৭ বলে ৯ রান করেন তিনি।

তিনে নামা আন্দ্রে সিদ্ধার্থ ৩৫ বলে ২০ রান করে বোল্ড হন রিজান হোসেনের ওভারে। এরপর ছোট একটা জুটি গড়ে তোলেন কেপি কার্তিকেয়া ও মোহাম্মদ আমান। তাদের ২৯ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। দুই ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

প্রথমে কেপি কার্তিকেয়া তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৩ বলে ২১ রান করে। দুই বল পর নিখিল কুমারও আউট হন একইভাবে। পরের ওভারে এসে ৬ বলে ৬ রান করা হারভানাস সিংকে আউট করেন ইমন।

ফের দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলের জন্য সহায় ছিলেন অধিনায়ক আমান। তবে ৬৫ বলে ২৬ রান করে আজিজুল হাকিমের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ভারতের হার ছিল স্রেফ সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন ইমন।
ক্রীড়া ডেস্ক,রোববার ৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)

বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock