ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালী রেলগেট অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ কারণে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তারা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এ আন্দোলন করছেন।সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে তারা মহাখালী রেলগেট ও সড়ক এবং এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সকালে অবরোধের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অনেক যাত্রী আহত হয়েছেন। কমলাপুর রেল স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানান, তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চান।
ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইনে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে।দুপুর পৌনে দুইটার দিকে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারা মিয়া ঘটনাস্থল থেকে জানান, শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে এখনো রেললাইন অবরোধ করে রেখেছেন। এ কারণে দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
ঢাকা,সোমবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।