বড় আয়োজনে বিএনপির শোভাযাত্রা হতে যাচ্ছে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে।র্যালির উদ্দেশ্যে শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে দলে দলে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল ও এর আশপাশের এলাকা। শুধু ঢাকা মহানগরীই নয় আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দিচ্ছেন র্যালিতে। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। দলীয় সূত্র জানায়, র্যালিতে ১০ লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেয়া হয়েছে।
বিএনপির নেতারা বলছেন, শোভাযাত্রা হবে দেশের ইতিহাসে স্মরণীয়। বার্তা দেয়া হবে অন্তর্বর্তী সরকারকে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির এই র্যালি দুপুর আড়াইটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
ঢাকা,শুক্রবার ০৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।