নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ ইয়াবাসহ একজনকে আটক করেছে। মাধবদী থানায় মামলা সূত্রে জানাযায়, ৮অক্টোবর কিলো ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই ইউসুফ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের কাউসার মিয়ার নিজ বসত বাড়ীতে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাউছার মিয়াকে আটক করে মাধবদী থানা পুলিশ। আটককৃত কাউছার মিয়ার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচ থেকে পলিথিনে মোড়ানো ৫১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত কাউছার মিয়া নরসিংদী জেলার মাধবদী থানার বেলাব গ্রামের মৃত শফিউদ্দিন ওরফে শফু উদ্দিন দেওয়ান এর ছেলে। তার বিরুদ্ধে মাধবদী থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বুধবার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।