র্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে বন্দরে দেশীয় অস্ত্রে
সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত
০৫ ডাকাত গ্রেফতার এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত
ছোড়া, দা, চাকুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রাইভেট কার জব্দ।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, ডাকাত, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কাইতাখালী স্ট্যান্ড হতে আমিরাবাদ স্ট্যান্ডগামী রাস্তার কাইতাখালী স্ট্যান্ড হতে ২৫০ মিটার দুরে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির
প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ০৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো-১। মোঃ মনির হোসেন মিশেল (২৮), ডাকাত দলের সর্দার, পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং-নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সোয়াদ ইসলাম (২৫), পিতা-মোঃ মহিদুল ইসলাম মিঠু, সাং-হাজীগঞ্জ এম সার্কাস, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ শাহাজালাল হোসেন বাবু (২৮), পিতা-মোঃ শরীফ হোসেন, সাং-
নবীগঞ্জ, ইসলামবাগ, ৪। মোঃ রাহাত হোসেন রাব্বী (৩০), পিতা-ইসাহক মোহাম্মদ ইউসুফ, সাং-নবীগঞ্জ, ৫। মোঃ মেহেদী হাসান (৩০), পিতা-আঃ লতিফ, সাং-কাইতাখালী, সর্ব থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে
ব্যবহৃত ছোড়া, দা, চাকুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেট কার জব্দ করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার মোঃ মনির হোসেন মিশেল। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে
চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর মত সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি হয়ে পরেছিল। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। গ্রেফতারকৃত আসামীরা উদ্ধারকৃত আলামতসমূহ তাদের সন্ত্রাসী কার্যক্রমে
ব্যবহার করতো বলে তারা জানায়। গ্রেফতারকৃত আসামীরা উদ্ধারকৃত আলামতসহ বর্ণিত স্থানে ওসময়ে দলবদ্ধ হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মনির হোসেন মিশেল (২৮) এর বিরুদ্ধে নিম্মোক্ত
মামলা চলমান রয়েছেঃ ক। ডিএমপি এর যাত্রাবাড়ী থানার, এফআইআর নং-১৪৪/৪২৪ তারিখ- ২৫ মার্চ, ২০২২; জি আর নং-৪২৪/২০২২, তারিখ- ২৫ মার্চ, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
খ। নারায়ণগঞ্জ এর বন্দর থানার, এফআইআর নং-২, তারিখ- ০১ সেপ্টেম্বর, ২০০৭; সময়- ২১.১৫
ধারা- ১১(গ)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩।
গ। ডিএমপি এর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নন এফআইআর নং-ননএফআইআর নং/১০০,১০১/২০২১, তারিখ- ২৩ ফেব্রুয়ারি, ২০২১
গ্রেফতারকৃত আসামী মোঃ সোয়াদ ইসলাম (২৫) এর বিরুদ্ধে নিম্মোক্ত মামলা
চলমান রয়েছেঃ
ক। নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২১;জি আর নং-২৫৫, তারিখ- ১৬ ডিসেম্বর, ২০২১; ধারা- ৯(৩)/৩০ ২০০০ সালের নারী ও শিশুনির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩
খ। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার, এফআইআর নং-৯, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; জি আর নং-২৯৭, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; ধারা-১৯ধ/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন।
গ। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার, এফআইআর নং-৮, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; জি আর নং-২৯৬, তারিখ- ০৩ আগস্ট, ২০২১; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০।
ঘ। নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার, জিডি নং-১২৩৯, তারিখ- ২৬ জুন, ২০২৩।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাজালাল হোসেন বাবু (২৮) এর বিরুদ্ধে নিম্মোক্ত
মামলা চলমান রয়েছেঃ
ক। নারায়ণগঞ্জ এর বন্দর থানার এফআইআর নং-২২, তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং- ২৯০, তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩৭৯/১১৪/৫০৬(২) ঞযব
চবহধষ ঈড়ফব, ১৮৬০ ।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাজালাল হোসেন বাবু (২৮) এর বিরুদ্ধে নিম্মোক্ত
মামলা চলমান রয়েছেঃ
ক। ডিএমপি এর যাত্রাবাড়ী থানার, এফআইআর নং-১৪৪/৪২৪ (১৯৪৭৮), তারিখ- ২৫ মার্চ, ২০২২; জি আর নং-৪২৪/২০২২, তারিখ- ২৫ মার্চ, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৯ (গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৪। গ্রেফতারকৃত আসামীদেরকে বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং-০৯, তারিখ- ০৮/১০/২০২৪ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ ধারায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করতঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ,বুধবার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।